♫musicjinni

Ami Shunechhi Sedin Tumi আমি শুনেছি সেদিন তুমি Mousumi Bhowmik JKS Sad Song 2020

video thumbnail
A Tribute to Mousumi Bhowmik from the bottom of my heart...Couldn't resist myself from singing this incredible composition and lyrics by her..felt out of the world while listenning to it..Have sung it not only to make a cover rather felt like singing a song with the words coming from the core of my heart..Thank you Ms. Mousumi Bhowmik for giving us such a lovely peace of creation ❤️❤️❤️
Wish you a good life with a good health ahead🙏

Original Singer - Mousumi Bhowmik
Composer and lyricist - Mousumi Bhowmik

Cover by Sohini Soha
Rearranged by Gopal Das
Mix & Master by Rishav Sarkar Riju
Studio Sound Wave
DOP - Suman Tikadar
Edited by Tirthankar Majumder
Directed by Utpal Das
Makeover by Priya Mallick

Hello friend my new channel first video upload please subscribe my channel And stay with us to get something more new.

Lyrics:
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে,
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।
আমি শুনেছি সেদিন তুমি
নোনবালি তীর ধরে,
বহুদুর বহুদুর হেঁটে এসেছো।
আমি কখনও যাই নি জলে,
কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে।
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও,
নেবে তো আমায় বল নেবে তো আমায়?

আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে,
তোমরা সদল বলে সভা করেছিলে।
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে।
কেন শুধু শুধু ছুটে চলা, একি একি কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে,
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে?
বল কোথায় গিয়ে?

আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ
এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে।
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে।
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি।
আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না তাই,
স্বপ্ন দেখবো বলে, আমি দু চোখ পেতেছি,
তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি।
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।।

Please Do Subscribe , Like And Share Thank You.........

Thanks for watching

Ami Shunechhi Sedin Tumi আমি শুনেছি সেদিন তুমি Mousumi Bhowmik JKS Sad Song 2020

Disclaimer DMCA